Homeখেলাধুলাবৃষ্টি কি বাঁধা হয়ে দাঁড়াবে আইপিএল ফাইনালে? 

বৃষ্টি কি বাঁধা হয়ে দাঁড়াবে আইপিএল ফাইনালে? 

[ad_1]

আজ রাতেই হয়তো দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার ইতি টানবে আইপিএল—কিন্তু একটাই প্রশ্ন এখন ঘুরছে হাজারো মুখে: আহমেদাবাদের আকাশ কি শেষমেশ খেলাটাই কেড়ে নেবে?

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। দুই দলই এখনও পর্যন্ত একবারও ট্রফি জেতেনি, ফলে আজই নিশ্চিত হচ্ছে এক নতুন চ্যাম্পিয়নের জন্ম। কিন্তু বড় ম্যাচের আগে এবার হঠাৎই হানা দিয়েছে বৃষ্টির শঙ্কা।

বৃষ্টি কি ফেলবে কালো ছায়া?

আবহাওয়া বিষয়ক সংবাদের নির্ভরযোগ্য ওয়েবসাইটর অ্যাকুওয়েদার সূত্রের বরাতে জানা গেছে, রোববার (০৩ জুন) বিকেলে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৬%। যদিও ম্যাচ শুরুর সময় পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টির তাণ্ডব যদি প্রকট হয়, তবে ম্যাচ বিলম্বিত হওয়ার পাশাপাশি স্থগিত হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে আইপিএল আয়োজকরা প্রস্তুত রেখেছে বিকল্প পরিকল্পনাও। যদি খেলা নির্ধারিত সময় অনুযায়ী শুরু না হয়, তবে অতিরিক্ত ১২০ মিনিট সংরক্ষিত রাখা হয়েছে, যেন ম্যাচটি শেষ করা যায়। বৃষ্টি যদি তাতেও বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে পরদিন ম্যাচ পিছিয়ে দেওয়ারও সুযোগ থাকছে।

ইতিহাস গড়ার রাত, কিন্তু আশঙ্কায় ক্রিকেটবিশ্ব

দুই দলের কাছেই আজকের ফাইনাল স্বপ্ন পূরণের মতো। আরসিবি তাদের চতুর্থ ফাইনালে খেলতে নামছে, যেখানে বিরাট কোহলি আবারও মূল ভরসা। অন্যদিকে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা পাঞ্জাব শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে এসেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে।

কিন্তু মাঠের এই রোমাঞ্চে যতই উত্তেজনা থাক, আকাশের একফোঁটা বৃষ্টিই সব আনন্দ মাটি করে দিতে পারে—এটাই এখন ফ্যানদের সবচেয়ে বড় দুশ্চিন্তা।

বেঙ্গালুরু না পাঞ্জাব—কে গড়বে ইতিহাস, কে ভাঙবে ট্রফিহীন অধ্যায়—তা জানতে অপেক্ষা শুধু রাতের। তবে সব উত্তেজনার মাঝখানে চোখ এখন আকাশে। বৃষ্টি কি শেষমেশ ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত রাতটিকে বিষণ্ণ করে তুলবে?



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত