Homeবিনোদননিরবের বিপরীতে ইধিকা, চমকে দিলেন ‘বন্ড স্টাইলে’

নিরবের বিপরীতে ইধিকা, চমকে দিলেন ‘বন্ড স্টাইলে’

[ad_1]

ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল এখন দুই বাংলাতেই সমান জনপ্রিয়। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে তার আলাদা ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে। প্রিয়তমা সিনেমার পর ‘বরবাদ’-এও শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকপ্রিয়তা পান তিনি।

শাকিব খানের পর এবার ইধিকা জুটি বাঁধলেন ঢালিউডের আরেক নায়ক নিরব হোসেন-এর সঙ্গে। তবে চলচ্চিত্রে নয়, এই জুটির প্রথম কাজ হয়েছে একটি বিজ্ঞাপনচিত্রে। আফগানিস্তানের কোমল পানীয় পামির কোলার বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তারা, যা নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন।

বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিজ্যুয়াল ও গানের গুণে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ভিডিওটি।

বিজ্ঞাপনের গল্পে দেখা যায়, উত্তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে বিরক্ত, ক্লান্ত ইধিকা। ঠিক তখনই ‘জেমস বন্ড’ স্টাইলে আবির্ভূত হন নিরব। তিনি এক নজরে তাকিয়ে কোমল পানীয় ছুঁড়ে দেন ইধিকার দিকে। পান করে প্রশান্তি ফিরে পান ইধিকা, আর এরপরই শুরু হয় তাদের রঙিন নাচানাচি।

বিজ্ঞাপনটির সংগীতায়োজন করেছেন আলভী, কণ্ঠ দিয়েছেন আলভী ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার সোমেশ্বর অলি। বিজ্ঞাপন হলেও এর নির্মাণশৈলী ও উপস্থাপন ভিন্নমাত্রার বিনোদন তৈরি করেছে।

ইধিকার ক্যারিয়ারের জন্য এটি নতুন এক সংযোজন, যেখানে তিনি শাকিব খানের বাইরে বাংলাদেশের আরেক নায়কের সঙ্গে ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন। আর নিরবের জন্য এটি নতুন এক ইমেজ—স্টাইলিশ, আত্মবিশ্বাসী, রোমান্টিক হিরো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত