Homeবিনোদন৬ সিনেমায় মাতবে ঈদ

৬ সিনেমায় মাতবে ঈদ

[ad_1]

সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদ এলে জমজমাট হয়ে ওঠে চলচ্চিত্র অঙ্গন। প্রতি ঈদে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা। এবারের চিত্রও একই রকম। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে ৬ সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা। মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমারও নেই জোরালো প্রচার। ঈদের সিনেমার খুঁটিনাটি নানা বিষয় থাকছে এই প্রতিবেদনে—

সরে গেছে ৪ সিনেমা

ঈদের বাকি তিন দিন। গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার। এখন পর্যন্ত টিকে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’, সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’, মিঠু খানের ‘নীলচক্র’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’, তানিম নূরের ‘উৎসব’ ও আলোক হাসানের ‘টগর’। শেষ পর্যন্ত এই ছয় সিনেমাই মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হল বুকিংয়ের খবর পাওয়া যায়নি কোনো সিনেমার।

প্রচারস্বল্পতা

কথায় বলে প্রচারে প্রসার। সঠিক প্রচারেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। সম্প্রতি শুধু সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে প্রচার কৌশল সাজান নির্মাতারা। কিন্তু এবারের প্রায় প্রতিটি সিনেমার বেলাতেই চোখে পড়েছে প্রচারস্বল্পতা। প্রথম দিকে ঝিমিয়ে থাকলেও শেষ দিকে এসে কিছুটা সরব হয়েছে সিনেমাগুলো। গান, টিজার প্রকাশ হলেও এখনো প্রকাশ পায়নি কোনো সিনেমার ট্রেলার। প্রচারের এই স্বল্পতা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চলছে সমালোচনা। কৌশল আর প্রচারস্বল্পতার কারণে সিনেমার খবর সব শ্রেণির দর্শকের কাছে পুরোপুরি পৌঁছাবে না বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

অ্যাকশনে আছেন নায়িকারাও

ঢাকাই সিনেমায় চলছে অ্যাকশনের জোয়ার। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এই কোরবানির ঈদে মুক্তির তালিকায়ও রয়েছে অ্যাকশন সিনেমার আধিক্য। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে থাকছেন নায়িকারাও। তাণ্ডবের টিজারে শাকিব খান যখন একাই সবকিছু ধ্বংস করছেন, সেখানে তাঁর দিকে অস্ত্র তাক করতে দেখা গেছে জয়াকে। বোঝাই যাচ্ছে এ সিনেমায় অ্যাকশনগার্ল হিসেবে ভিন্ন এক জয়াকে পাওয়া যাবে। ইনসাফ সিনেমায় নায়কের মতো সমানতালে অ্যাকশন করবেন তাসনিয়া ফারিণ। পোস্টার ও টিজারে পাওয়া গেছে সেই আভাস। টগরে পূজা অভিনয় করেছেন জয়িতা নামের প্রতিবাদী মেয়ের চরিত্রে। সিনেমার ফটোশুটে হিংস্ররূপে দেখা মিলেছে পূজার। এ ছাড়া এশা মার্ডার সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করবেন বাঁধন। অস্ত্র হাতে অপরাধীদের পেছনে ছুটতে দেখা যাবে তাঁকে।

বড় পর্দায় টিভির শিল্পীরা

এই ঈদে মুক্তি পাওয়া সিনেমায় রয়েছে টেলিভিশন শিল্পীদের দারুণ উপস্থিত। তাণ্ডবে শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর। নাটক ও ওটিটি মাধ্যমে অভিনয়ের পর এই প্রথম বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেছেন তিনি। আরও আছেন এজাজুল ইসলাম, এফ এস নাঈম। ইনসাফে আছেন তাসনিয়া ফারিণ। তিনিও নাটক ও ওটিটির নিয়মিত অভিনয়শিল্পী। অন্যদিকে উৎসব সিনেমায় আছেন ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। এই তালিকায় রয়েছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

নেই হিট গান

গান হিট হলে সিনেমার ব্যবসায়িক সাফল্য পাওয়া সহজ হয়। এবার ঈদের সিনেমার গানগুলো প্রশংসিত হলেও দেরিতে প্রকাশ হওয়ায় তেমন আলোচনা সৃষ্টি করতে পারেনি। ভিউজের দিক থেকে এগিয়ে আছে গত সোমবার রাতে প্রকাশ পাওয়া তাণ্ডবের ‘লিচুর বাগানে’ গানটি। প্রীতম হাসান, জেফার, আলেয়া বেগম ও মঙ্গল মিয়ার গানটি একটি প্রচলিত ঘাটু গান থেকে নেওয়া।

প্রদর্শক সমিতির হুঁশিয়ারি

সম্প্রতি টিকিট বিক্রির অর্থ পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। গত ২২ মে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বৈঠক শেষে প্রযোজকেরা জানান, এখন থেকে স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তাঁরা। তবে চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্সের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন কয়েকজন প্রযোজক। নতুন নিয়ম করতে হলে ব্যক্তিগতভাবে নয়, চলচ্চিত্র সংগঠনগুলো মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ঈদের আগে হল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতারা।

মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমা

তাণ্ডব

পরিচালনা: রায়হান রাফী

অভিনয়: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর

প্রযোজনা: এসভিএফ, আলফা আই ও চরকি

গল্পসংক্ষেপ: সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এ সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প।

496926495_9714451785277323_555396177013195472_n

ইনসাফ

পরিচালনা: সঞ্জয় সমদ্দার

অভিনয়: শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম

প্রযোজনা: তিতাস কথাচিত্র

গল্পসংক্ষেপ: ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে, একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরোনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ।

03

উৎসব

পরিচালনা: তানিম নূর

অভিনয়: জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম

প্রযোজনা: ডোপ প্রোডাকশনস

গল্পসংক্ষেপ: চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। কৃপণ এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এ অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি।

02

এশা মার্ডার: কর্মফল

পরিচালনা: সানী সানোয়ার

অভিনয়: আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর

প্রযোজনা: কপ ক্রিয়েশন, বিঞ্জ

গল্পসংক্ষেপ: একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তিনটি খুনই হয় ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানে নামে পুলিশ কর্মকর্তা লিনা।

01

নীলচক্র

পরিচালনা: মিঠু খান

অভিনয়: আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু

প্রযোজনা: ফিল্মফিওস প্রোডাকশন

গল্পসংক্ষেপ: প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র।

05

টগর

পরিচালনা: আলোক হাসান

অভিনয়: আদর আজাদ, পূজা চেরি, রোজী সিদ্দিকী

প্রযোজনা: এ আর মুভি নেটওয়ার্ক

গল্পসংক্ষেপ: বন্দর এলাকার গল্প। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত