Homeবিনোদনযোনেক্সের ‘হয়তো’

যোনেক্সের ‘হয়তো’

[ad_1]

কখনো এমন হয় সত্য লুকানো যায় না, মিথ্যের ওপর ভেসে যাওয়া যায় না। তখন কেবলই নিজের কাছে থাকে অবাক সান্ত্বনা। সেই ভিন্ন অনুভূতি নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের নারায়ণগঞ্জের প্রতিযোগী নিশান্ত আর রহমান যোনেক্স লিখেছেন ‘হয়তো’ শিরোনামের গান। গানটি লেখার পাশাপাশি তাতে সুর দিয়ে কণ্ঠ ধারণ করেছেন তিনি।  

গানটি আসছে বৃহস্পতিবার (৫ জুন) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। 

‘হয়তো’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ আল মাসুদের। 

গানটি নিয়ে যোনেক্স জানালেন, ‘কোনো প্রেমিক সত্য লুকাতে পারে না। সব স্বার্থকে পেছনে ফেলে প্রিয় মানুষটির সঙ্গে হাঁটতে চায়। কিন্তু সবাই কি তা পারে? এরকম হাজারো প্রেমিক হৃদয়ের কথাই ‘হয়তো’ গানে বলার চেষ্টা করেছি। গানটি সবার হৃদয়ে দাগ কেটে যাবে- এটাই আমার বিশ্বাস।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার (৫ জুন) তাদের ইউটিউব চ্যানেলে। সে সঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত