Homeবিনোদনগান নয়, অঙ্গভঙ্গিতেই ভাইরাল ‘আশিকি’র জোভান

গান নয়, অঙ্গভঙ্গিতেই ভাইরাল ‘আশিকি’র জোভান

[ad_1]

ঈদ উপলক্ষে প্রকাশ পেল ফারহান আহমেদ জোভান ও নাজনিন নিহা অভিনীত নাটক ‘আশিকি’র টিজার। ৫১ সেকেন্ডের এই টিজারে একটি গানেই দেখা গেল প্রেমিক চরিত্রে জোভানের আবেগঘন অভিনয়। তবে গান নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জোভানের অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন আর প্রেমিক সাজার ব্যর্থ প্রচেষ্টা।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, গান ভালো হলেও জোভানের এক্সপ্রেশন এতটাই অতিনাটকীয় ছিল যে, তা দেখে হাসি চেপে রাখা দায়।

একজন লিখেছেন ‘অভিনেতা ক্যামেরার সামনে চোখ, ঠোঁট আর হাত দিয়ে যুদ্ধ শুরু করতেছে।’ আরেকজনের ভাষায় “প্রেমিক নয়, এইটা যেন ক্লাস সিক্সের ‘ডায়ালগ প্র্যাকটিস’।”

টিকটক, ইনস্টাগ্রামে শুরু হয়েছে মজার ভিডিও তৈরির ঢল। কেউ করছেন সেই এক্সপ্রেশন নকল, কেউ বানাচ্ছেন মিম। এক কথায়, ‘আশিকি’র টিজার হয়ে উঠেছে মিমারদের উৎসব।

এদিকে জোভান এখনো এ বিষয়ে মুখ খোলেননি। তবে তার ভক্তদের একাংশ বলছেন, গানটি নিয়ে এমন ট্রল করা অনুচিত। তবে সমালোচকদের মতে, যখন অভিনয় বাস্তবতাকে ছাড়িয়ে যায়, তখন তা বিনোদনের বদলে পরিহাস হয়ে দাঁড়ায়। এদিকে অভিনেতা আশাবাদী গানটি সুপারহিট হবে।

ইমরোজ শাওন পরিচালিত ‘আশিকি’ মুক্তি পাবে ঈদে। তবে দর্শকের একাংশের কাছে নাটকের আগেই এই টিজার হয়ে উঠেছে ‘ওরে মন নয়, ওরে হাসির’ উপলক্ষ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত