Homeবিনোদনশাকিবের সঙ্গে নেচে কেমন লেগেছে ফারিণের জানালেন নিজেই

শাকিবের সঙ্গে নেচে কেমন লেগেছে ফারিণের জানালেন নিজেই

[ad_1]

‘লাগে উরা ধুরা’ এই গানটি শুনেন নাই এমন মানুষের সংখ্যা খুবই কুম। রায়হান রাফির পরিচালনায় নির্মিত সিনেমা ‘তুফান’ এ এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। যেখানে শাকিবের বিপরীতে নাচতে দেখা যায় ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। কিন্তু সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই গানে শাকিব খান ও প্রীতমের বিপরীতে নেচেছেন তাসনিয়া ফারিণ এবং জানালেন তার অভিজ্ঞতার কথা।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, যখন রিহার্সেল করেছিলাম তখন প্রীতম ভাইয়া বা শাকিব ভাইয়াকে তো পাইনি। কিন্তু পুরো ব্যাপারটা আগে থেকেই স্ক্রিপ্টেড ছিল। সবকিছু মিলে আমাদের একটা প্ল্যান ছিল। কিন্তু মঞ্চে যাওয়ার পরে কিন্তু কখনোই বোঝা যায় না, কী হতে পারে। তবে আমাদের রিহার্সেলের চেয়েও অনেক বেশি বেটার হয়েছে। আমরা সবাই খুব এনজয় করেছি, নেচেছি।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার এ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরা মেতে উঠেছিলেন এই গানের সুরে। এমনকি বাণিজ্যিক সিনেমার গান হিসেবে ‘অসাধারণ’ তকমা পায় গানটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত