Homeদেশের গণমাধ্যমেফুটবলপ্রেমীদের জন্য নির্ঘুম এক রাত, মাঠে নামছে বিশ্ব ফুটবলের রাজারা

ফুটবলপ্রেমীদের জন্য নির্ঘুম এক রাত, মাঠে নামছে বিশ্ব ফুটবলের রাজারা

[ad_1]

রাত হচ্ছে কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য ঘুমিয়ে পড়ার প্রশ্নই নেই। কারণ বুধবার রাত ও বৃহস্পতিবার ভোর যে বিশ্ব ফুটবলের জন্য একেবারে জমজমাট। একই রাতে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, ফ্রান্সসহ ফুটবল বিশ্বে রাজত্ব করা সব তারকা দল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব আর ইউরোপের নেশন্স লিগের সেমিফাইনাল—সব মিলিয়ে এই রাত একেবারে ফুটবলপ্রেমীদের জন্য ‘নির্ঘূম’ হয়ে উঠছে।

দক্ষিণ আমেরিকা: বিশ্বকাপ বাছাইয়ের টানটান উত্তেজনা

সকাল ৫টায় শুরু হবে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ—ইকুয়েডর বনাম ব্রাজিল এবং প্যারাগুয়ে বনাম উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোতে ফল নির্ধারণ করে দিতে পারে কারা যাবে ২০২৬ বিশ্বকাপে।

ব্রাজিল এখনো নিশ্চিত করতে পারেনি তাদের জায়গা। তবে এই ম্যাচে জয় পেলে এবং ভেনেজুয়েলা পয়েন্ট হারালে ‘সেলেসাও’ আগেভাগেই জায়গা করে নিতে পারে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে।

উরুগুয়ে চাইবে তাদের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে, কারণ তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার লড়াইয়ে। অন্যদিকে প্যারাগুয়ের জন্য এটাই শেষ সুযোগ সেরা ছয়ের আশায় টিকে থাকার।

সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে মেসিদের ম্যাচটি হয়তো বিশ্বকাপ নিশ্চিতের চাপমুক্ত, কারণ আর্জেন্টিনা ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। তবে প্রতিপক্ষ চিলি মরিয়া থাকবে তাদের টিকে থাকার সম্ভাবনা ধরে রাখতে।

অবশ্য বাংলাদেশের দর্শকদের জন্য এই ম্যাচ দেখতে হলে নির্ভর করতে হবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মের উপর।

ইউরোপ: স্পেন-ফ্রান্স মহারণ


এর আগে রাত ১টায় ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। নেশন্স লিগ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এটি। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামাল ও গাভির তরুণ স্পেন। এই ম্যাচে জয় মানেই ইউরোপের শ্রেষ্ঠত্বের ফাইনালে জায়গা। সেখানে অপেক্ষা করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

বাংলাদেশে সনি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ।

ফুটবলপ্রেমীদের জন্য এমন রাতই তো কাঙ্ক্ষিত। রাত ১টা থেকে সকাল পর্যন্ত একের পর এক হাইভোল্টেজ ম্যাচ, প্রতিটি ফলাফল ঘুরিয়ে দিতে পারে বিশ্বকাপ বাছাইয়ের চিত্র কিংবা ইউরোপের চ্যাম্পিয়ন খোঁজার পথ।

তাই যারা রাত জাগতে ভালোবাসেন, আজকের রাতটি হতে যাচ্ছে নিঃসন্দেহে একটি ‘ফুটবল ফিয়েস্টা’। চা-কফির কাপ পাশে রেখে, টিভির পর্দায় চোখ রেখে কাটিয়ে দিন ফুটবলের এক দুর্দান্ত রাত!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত