Homeখেলাধুলাআইপিএল শিরোপা জিতে হারিয়ে যাওয়া কোহলির গল্প

আইপিএল শিরোপা জিতে হারিয়ে যাওয়া কোহলির গল্প

[ad_1]

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী, জিতেছেন আইপিএলও। নাম কোহলি, তবে বিরাট নন। নিজের প্রথম আইপিএল ট্রফি জিততে ১৮ বছরও অপেক্ষা করতে হয়নি তাকে। আইপিএলের প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন রাজস্থান রয়্যালসের হয়ে, খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়েও। যাদেরকে হারিয়েই শিরোপা জিতেছে কোহলির আরসিবি। জানলে অবাক হবেন, এই কোহলি আবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন বিরাটের সাথে! আইপিএল শিরোপা জিতেই হারিয়ে যাওয়া রাজস্থান রয়্যালসের তারুয়ার কোহলির গল্প শোনা যাক।

পুরো নাম তারুয়ার সুশিল কোহলি। ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ছিলেন ভারতীয় দলের ওপেনার। টানা তিন ফিফটি সহ ৪৫ ছুঁইছুই গড়ে করেছিলেন ২০০ এর উপরে রান। ছিলেন টুর্নামেন্টের ৫ম সর্বোচ্চ রান সংগ্রহকারী। বিরাটের অধীনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ভারত। তারুয়ার আর ভিরাট, দুই কোহলিতে তখন মেতে উঠেছিল টিম ইন্ডিয়া। দুইজনকে নিয়েই ভারতীয়দের স্বপ্ন ছিল দুইজনকেই নিয়ে বেশ উঁচুতে। সেবছরই আইপিএল ও জিতে যান তারুয়ার কোহলি। তবে বিদুৎ গতিতে উড়তে থাকা তারুয়ার যেন ভূপাতিত হন আরও দ্রুত। হারিয়েই যান খবরের শিরোনাম থেকে।

২০০৯ থেকেই দুই কোহলির রাস্তাটায় দেখা দেয় আকাশ-পাতাল ব্যবধান। বিরাট যতটা উপড়ে উঠেছেন ঠিক ততটাই নিচে নেমে গেছেন তারুয়ার। একজন হয়ে গেছেন কিং কোহলি, আরেকজন যেন হারিয়ে গেছেন স্মৃতির গভীরের কোন অজানা বনে। যেখান থেকে ফেরাটা আর সম্ভব না।

২০২৩ সাল অবধি পেশাদার ক্রিকেটটা খেলেছেন তারুয়ার। আহামরি না হলেও বেশ ভালোই পরিসংখ্যান আছে তার ঝুলিতে। দুইখানা ট্রিপল সেঞ্চুরি আছে তার রনজি ট্রফিতে। তবে সবচেয়ে উজ্জ্বল তারাটার পাশে ধ্রুবতারা যে বড্ড বেমানান। ঢিমেতালের আলো কারো পছন্দ নয়, যখন কেও পাশ থেকে রশ্নির ফোয়ারে ছোটাচ্ছে। তাই তারুয়ারকে কেও মনে রাখেনি, কোহলি বলতে সবাই শুধু বিরাটকেই চেনে।

তবে বছর খানেক আগে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারুয়ার মজা করেই লিখেছিলেন- আমিই কি একমাত্র কোহলি যে আইপিএল জিতেছে! স্বাভাবিক ভাবেই তা ইতিবাচক ভাবে নেই নি দর্শকরা। তবে সে দাবি এখন আর তুলতে পারবেন না তারুয়ার। ‘কোহলি’ নামটা যার জন্য আজ ব্রান্ড সেই বিরাট যে অবশেষে ছুয়ে ফেলেছেন আইপিএলের পরম আরাধ্য ট্রফিখানা।

তবে একেবারেই দমে যাননি তারুয়ার। শুরু করেন কোচিং। ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেন। ব্যাটিং টেকনিক নিয়ে নানা এক্সপেরিমেন্ট নিজের ক্যারিয়ারের ধ্বংসের মূল ছিল বলে ধারণা করেন তিনি। মাঠের খেলায়, প্রতিপক্ষের মাইন্ড গেম বোঝার থেকে ব্যাটিংয়ের স্কিল বেশি রপ্ত করতে গিয়েই ফর্ম হারিয়েছিলেন তিনি। তবে নতুনদের শিখাচ্ছেন নিজের ভুল থেকেই। রামানদিপ সিং, শুভমান গিলসহ বহু আইপিএল তারকার পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

তবে সেই ঠুনকো অবদান দেখার সময় কই? দুনিয়া গ্লামার খোঁজে, চাকচিক্য ঢাকা পড়ে যায় ঢিমেতালের নিভুনিভু আলো।

তামাম দুনিয়ায় আজ কোহলির নামে রব উঠে, বিরাটের অর্জনটাই যে এত বিরাট। তবে আলোর অপর পাশেই থাকে অন্ধকার। সেই অন্ধকারে তারুয়ারের আর কোহলি হয়ে উঠে না। গল্প গুলো থাকে অজানা, তারুয়াররা ঢাকা পড়ে যায় বিরাট কোহলিদের অর্জনে, গৌরবে আর সফলতায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত