Homeবিনোদনচট্টগ্রাম বিটিভিতে আবুল হায়াতের লেখা নাটক

চট্টগ্রাম বিটিভিতে আবুল হায়াতের লেখা নাটক

[ad_1]

প্রতি ঈদেই নাটকের পসরা সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও প্রচারিত হবে একগুচ্ছ নাটক। এবার চট্টগ্রাম বিটিভিতে দেখা যাবে আবুল হায়াতের লেখা নাটক। ‘রনজিত গোধূলি’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ঈদের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই নাটক।

নাটকের গল্পে দেখা যাবে—চট্টগ্রামের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে বাবু আর রিন্টু নামের দুই বন্ধু। সেই সূত্রে রিন্টুর বোন সাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় বাবু। এ নিয়ে সাবুদের বাড়িতে তুলকালাম কাণ্ড। সাবুর বাবা অপমান করেন বাবুর বাবাকে। সেই ক্ষোভে তিনি ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। বাবু আর সাবুর সম্পর্ক নষ্ট হয়।

৫০ বছর পর বাবুর কাছে আসে সাবুর ফোন। সাবু তাকে চট্টগ্রামে যাওয়ার আমন্ত্রণ জানায়। পরম বিস্মিত বাবু হঠাৎ এমন আমন্ত্রণের কারণ জানতে চায়। এরপর বাবু চট্টগ্রামে যাওয়ার পর ঘটতে থাকে নানা ঘটনা।

মো. ইয়াদ আহমেদের প্রযোজনায় নির্মিত ‘রনজিত গোধূলী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, হোসাইন নীরব, রাহনুমা নুরাইন তানহা, হাফিজুর রহমান সুরুজ, নওশীন ইসলাম, লিজা কারিমা, ইফরাদ আবেদ, রাজ সাগর প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত