Homeবিনোদনতাদের রহস্যের গল্প | কালবেলা

তাদের রহস্যের গল্প | কালবেলা

[ad_1]

এই ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। যার ট্রেলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

ওয়েব ফিল্মের গল্পে দেখা যাবে জনপ্রিয় ফিল্মস্টার ইমতিয়াজ খান এবং রহস্যজনকভাবে দুর্ঘটনার শিকার হওয়া তরুণী রাশা। ইমতিয়াজের বিয়ের ঘোষণার রাতেই ঘটে সেই দুর্ঘটনা, যাকে কেউ কেউ বলছে আত্মহত্যার চেষ্টা। কারণ ইমতিয়াজ আর রাশার মধ্যে নাকি ছিল গোপন সম্পর্ক।

ঘটনার পেছনের সত্য উদ্ঘাটনে নামে বিনোদন সাংবাদিক নাদিয়া। কিন্তু প্রশ্ন তুলতেই তার ওপর আসে মৃত্যুর হুমকি। যতই খোঁজ নিতে থাকে, ততই সে বুঝতে পারে—এখানে সবাই যেন এক লুকোচুরি খেলায় মত্ত। প্রতিটি চরিত্রের ভেতর লুকিয়ে আছে গোপন রহস্য। এমন রহস্য নিয়েই এগিয়ে যাবে এর গল্প। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে নির্মিত ফিল্মটিতে অভিনয় করেছেন: তানজিন তিশা, দীঘি, জিয়াউল রোশান, চমক, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত