Homeদেশের গণমাধ্যমেসাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

[ad_1]

ঢাকার সাভারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন ঘাসমহল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম দক্ষিণ রাজাসনের বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চলমান ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সাদ্দাম সরাসরি গুলি ও হামলার নেতৃত্বে ছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি জুয়েল মিঞা জানান, ‘মনির হোসেন সাদ্দামের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে বিশাল জনসমাগম হয়। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় নিহত হন প্রায় শতাধিক এবং আহত হন সহস্রাধিক ছাত্র-জনতা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত