Homeজাতীয়ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: উপদেষ্টা আসিফ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: উপদেষ্টা আসিফ

[ad_1]

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার (৬ জুন) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান, যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ভোর থেকে মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্ল্যাসিক লিমিটেড পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনের ৮০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত