[ad_1]
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:২৭, ৬ জুন ২০২৫

রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার পর ঘটনাটি ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ন কবির বলেন, “গোলাগুলির খবর আমরা শুনেছি। সেখানে কারো নিহত হওয়ার খবর শুনিনি। একটি শিশু ও একজন বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনো আমাদের যাওয়া সম্ভব হয়নি।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, উত্তর বঙ্গলতলীর জারুলছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ৮টার পর থেকে কিছুক্ষণ পর পর গুলির ঘটনা ঘটে। এ সময় এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়। দুইটি সংগঠনই আহতদের বিষয়ে কোন তথ্য জানায়নি।
আহত শিশুর নাম প্রজ্ঞা চাকমা। সে শুভরঞ্জন কার্বারী পাড়ার আয়তন চাকমার সন্তান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা বলেন, “সকাল ৯টার দিকে জনসংহতি সমিতির একটি সশস্ত্র গ্রুপ হঠাৎ গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে এক শিশু আহত হয়। আমাদের কোনো নেতাকর্মী আহত বা নিহত হয়নি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
জনসংহতি সমিতির স্টাফ সদস্য জুপিটার চাকমা ইউপিডিএফর অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আমাদের কোনো সশস্ত্র শাখা বা কর্মী নেই। এসব অবান্তর ও ভিত্তিহীন অভিযোগ।”
ঢাকা/শংকর/মাসুদ
[ad_2]
Source link