Homeবিনোদনআজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম মা : আরিফিন শুভ 

আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম মা : আরিফিন শুভ 

[ad_1]

চিত্রনায়ক আরিফিন শুভ। চব্বিশের জানুয়ারিতে মাকে হারান তিনি। তবে সময় পেলেই ছুটে যান মায়ের কবরের কাছে। দাঁড়িয়ে থেকে দুহাত তুলে করেন দোয়া। আজ ঈদুল আজহার দিনে মায়ের কবর জিয়ারত করতে গেলেন এই নায়ক। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

কবর জিয়ারত শেষে সামাজিক মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতির কথা প্রকাশ করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কী চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।’

মায়ের কবরের সামেন আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

এরপর স্ট্যাটাসের শেষে আরিফিন শুভ লিখেছেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি… তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’

এবারের ঈদে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ছবিটি প্রথম সপ্তাহে কেবল ঢাকার ভেতরেই চলবে। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মাল্টিপ্লেক্স ও লায়ন সিনেমাসসহ প্রায় ৬টি হলে মুক্তি পেয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত