Homeদেশের গণমাধ্যমেবর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তার আহ্বান ইশরাকের

বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তার আহ্বান ইশরাকের

[ad_1]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে কার্যক্রম পরিদর্শনে সশরীরে মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন ইশরাক হোসেন।পরে রহমতগঞ্জ পোস্তা হয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এদিন ১৯ নং ওয়ার্ডের নিউ বেইলী রোড পরিদর্শন ছাড়াও হাজারীবাগ, শাহজাহানপুর ও ব্রাদার্স ক্লাব এবং কমলাপুরের কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন ইশরাক হোসেন। পশুর হাটে সৃষ্ট আবর্জনা সরিয়ে ফেলতে নানা নির্দেশনা দেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। তবে বৃষ্টির কারণে অপসারণে কিছুটা বিলম্ব হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এসময় বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তা করতে আহ্বান জানান ইশরাক হোসেন। একই সাথে তিনি নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি সংক্রান্ত কেন্দ্রিয় নিয়ন্ত্রণকক্ষে গিয়েও বিভিন্ন নির্দেশনা দেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত