Homeজাতীয়এক্সপার্টদের মতো কম্পিউটার ফাস্ট করুন ঘরে বসেই—মাত্র সাতটি ধাপে

এক্সপার্টদের মতো কম্পিউটার ফাস্ট করুন ঘরে বসেই—মাত্র সাতটি ধাপে

[ad_1]

কম্পিউটার ধীরে চললে প্রতিদিনের কাজ-কর্মে বিরক্তি তৈরি হয়। একটা ফাইল খুলতেই সময় লাগছে, ব্রাউজ করতে গিয়ে অপেক্ষা করতে হচ্ছে—এমন পরিস্থিতি অনেকেরই পরিচিত। তবে ভালো খবর হলো, কম্পিউটার দ্রুত করার জন্য জটিল কিছু জানার দরকার নেই। নিচে ধীরগতির কম্পিউটার ঠিক করার সাতটি সহজ ও কার্যকর পদ্ধতি দেওয়া হলো:

১. কম্পিউটার রিস্টার্ট করুন
অনেকেই দিনের পর দিন কম্পিউটার বন্ধ না করে চালু অবস্থায় রাখেন। একটি সাধারণ রিস্টার্ট সিস্টেম মেমোরি পরিষ্কার করে এবং কম্পিউটারের গতি বাড়াতে সাহায্য করে।

২. অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ বা মুছে ফেলুন
কন্ট্রোল, অল্ট ও ডিলিট চাপলে টাস্ক ম্যানেজার খুলে যাবে। সেখান থেকে কোন প্রোগ্রাম কতটুকু মেমোরি ব্যবহার করছে তা দেখে বন্ধ করুন বা মুছে ফেলুন।

৩. স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করুন
অনেক সফটওয়্যার কম্পিউটার চালু হতেই চালু হয়ে যায়। টাস্ক ম্যানেজারের Startup ট্যাবে গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো Disable করুন।

৪. ব্রাউজার পরিষ্কার করুন
পুরনো ব্রাউজার বা বেশি এক্সটেনশন ইন্টারনেট ব্যবহার ধীর করে দেয়। ব্রাউজার আপডেট করুন এবং অপ্রয়োজনীয় এক্সটেনশন মুছে ফেলুন।

৫. হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট করুন (শুধু HDD ব্যবহারের ক্ষেত্রে)
পুরনো ধাঁচের হার্ডড্রাইভে তথ্য খণ্ড খণ্ডভাবে সংরক্ষিত থাকে, ফলে গতি কমে যায়। Control Panel > System and Security > Administrative Tools গিয়ে ডিফ্র্যাগমেন্ট অপশন ব্যবহার করুন।

৬. SSD ব্যবহার করুন
প্রচলিত হার্ডড্রাইভের তুলনায় সলিড স্টেট ড্রাইভ (SSD) অনেক দ্রুত কাজ করে। এটি ব্যবহার করলে কম্পিউটারের গতি চোখে পড়ার মতো বেড়ে যাবে।

৭. র‍্যাম বাড়ান
র‍্যাম বেশি থাকলে একসঙ্গে একাধিক কাজ সহজে করা যায়। কম খরচে এবং সহজে র‍্যাম আপগ্রেড করে কম্পিউটারের গতি বাড়ানো সম্ভব।

ধীরগতির কম্পিউটার ঠিক করতে বড় ধরনের পরিবর্তনের দরকার হয় না। সামান্য কিছু পরিবর্তনেই আপনি পেতে পারেন দ্রুত, কর্মক্ষম কম্পিউটার। এতে সময় ও শ্রম দুটোই বাঁচবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত