Homeবিনোদনমুম্বাই বিমানবন্দরে ঢুকতে দেওয়া হলো না দিশা পাটানিকে

মুম্বাই বিমানবন্দরে ঢুকতে দেওয়া হলো না দিশা পাটানিকে

[ad_1]

গত মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার সময় বিমানবন্দরে পাসপোর্ট ছাড়াই হাজির হয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরেছিলেন বিড়ম্বনায়। এবার একই কাণ্ড ঘটালেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সঙ্গে পাসপোর্ট না আনার কারণে মুম্বাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এই অভিনেত্রীকে। শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাঁকে।

ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় পাপারাজ্জিদের নজরে থাকেন দিশা। রোববার সকালে বিমানবন্দরে দিশা পাটানির পরনে ছিল সাদা রঙের লম্বা হাতার টি-শার্ট, নীল রঙের ব্যাগি ডেনিম জিনস। গাড়ি থেকে নেমে ছবি শিকারিদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিমানবন্দরের প্রবেশপথের দিকে এগিয়ে যান অভিনেত্রী। বিমানবন্দরে ঢুকতে না পারায় হাসি ম্লান হয়ে যায় দিশার। ফিরে আসতে দেখে পাপারাজ্জিরা তাঁকে প্রশ্ন করেন, ‘কী হয়েছে?’ হাসিমুখে অভিনেত্রীর উত্তর, ‘কিছু না।’

এরপর গাড়ি চড়ে বিমানবন্দর চত্বর ছেড়ে চলে যান। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা যায় পাসপোর্ট সঙ্গে না থাকায় বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁকে। তবে কোথায় যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন অভিনেত্রী, তা জানা যায়নি।

গত মাসে মোনাকোতে গিয়েছিলেন দিশা পাটানি। সেখানে এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫ অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় ব্যাকলেস টপের সঙ্গে ব্যাগি জিনস পরে দেখা গিয়েছিল দিশাকে। চোখে মানানসই সানগ্লাস এবং হাতে ব্যাগ। সেবার অবশ্য ঠিকঠাক সময়ে বিমানবন্দরে ঢুকতে পারেন দিশা।

২০১৫ সালে তেলেগু সিনেমা লোফার দিয়ে বড় পর্দায় অভিষেক হয় দিশা পাটানির। এর পরের বছর অভিনয় করেন বলিউডের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায়। এর পর থেকে কাজ করছেন নিয়মিত। এখন এই অভিনেত্রী ব্যস্ত অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে। ফিরোজ নাদিয়াদওয়ালার পরিচালনায় এতে আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত