Homeপ্রবাসের খবরক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের

[ad_1]

চাঁপাইনবাবগঞ্জের সুবইলডাঙ্গা গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে বাসেদ আলী বিশু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় নারীসহ অন্তত ৫জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর ইউনিয়নের সুবইলডাঙ্গা গ্রামে।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, সুবইলডাঙ্গা গ্রামে ছোট ছোট শিশুরা ক্রিকেট খেলছিল। এসময় বাসেদ আলী বিশু তাদের নিষেধ করলে দু’দলের মধ্যে লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বাসেদ আলী বিশু প্রতিপক্ষের হাতে নিহত হন। এ ঘটনায় নারীসহ অন্তত ৫জন আহত হন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বাসেদ আলীর সাথে প্রতিপক্ষের পূর্ব শত্রুতা ছিল এবং এরই জের ধরে সামান্য ঘটনা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, বাসেদ আলীর হত্যাকারীরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত