Homeবিনোদননর্থ আমেরিকায় প্রথমবার অ্যাশেজ | কালবেলা

নর্থ আমেরিকায় প্রথমবার অ্যাশেজ | কালবেলা

[ad_1]

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। বর্তমান সময়ে বাংলাদেশের ব্যান্ডগুলোর মধ্যে তাদের কনসার্ট ব্যস্ততা সবচেয়ে বেশি। মে মাসজুড়ে ছিল টানা স্টেজ শো। রয়েছে দেশের বাইরেও ব্যাপক চাহিদা। সে ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো উত্তর আমেরিকার দেশ কানাডায় কনসার্ট করতে যাচ্ছেন ইভান, রাফসান ও বিজয়রা। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুরো ব্যান্ড।

কানাডা কনসার্ট প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এজন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন।

এরই মধ্যে কানাডা কোন কোন শহরে কনসার্ট হবে তা চূড়ান্ত হয়েছে। তবে শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে গিটারিস্ট সুলতান রাফসান খান বলেন, ‘দেশে ও দেশের বাইরে আমাদের কনসার্টের সংখ্যা অনেক বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো কানাডা সফরে যাচ্ছি। ইতিমধ্যে অনলাইনে প্রচারণা শুরু হয়েছে। কানাডায় আমাদের প্রথম কনসার্ট আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য অ্যাশেজ ভক্তদের ধন্যবাদ।’

শুধু কানাডা নয় এবছর বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করতে চায় ব্যান্ড অ্যাশেজ। যা নিয়ের তৌফিক আহমেদ বিজয় বলেন, ‘শুধু কানাডা নয়, এ বছর আমাদের বিশ্বের আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীতকে আরও বেশি ছড়িয়ে দিতে। আর তার জন্য স্টেজ শোর বিকল্প নেই।’

কানাডায় যে যে শহরে পারফর্ম করবে অ্যাশেজ—১ জুলাই (টরোন্টো), ৫ জুলাই (রেজিনা), ১০ জুলাই, (নিউফাউন্ডল্যান্ড), ১১ জুলাই (হ্যালিফ্যাক্স), ১৩ জুলাই (মন্ট্রিয়াল)।

শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে প্রকাশিত হয় তাদের প্রথম গান ‘হীন’। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। ২০১৪ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ছারপোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার) , ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার) আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস),।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত