Homeবিনোদনআমি খুবই ভাগ্যবান: ফারিণ | কালবেলা

আমি খুবই ভাগ্যবান: ফারিণ | কালবেলা

[ad_1]

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ছয়টি সিনেমা। এর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এরপরই আলোচনায় রয়েছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। এ মুভির মাধ্যমে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল চলচ্চিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। যার ফলে অভিনেত্রী থেকে তিনি পরিচিতি পেয়েছেন নতুন পরিচয়ে—চিত্রনায়িকা হিসেবে। তবে এ যাত্রাপথ মোটেও সহজ ছিল না তার জন্য।

ফারিণের অভিনয়জীবনের শুরু নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে। নিজের অভিনয় দক্ষতা প্রমাণে খুব বেশি সময় লাগেনি তার। অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থা অর্জন করেন। এরপর নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই ধারাবাহিকতায় বড় পর্দায় পা রাখেন ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। এবার প্রথমবারের মতো অভিনয় করলেন কমার্শিয়াল ঘরানার সিনেমায়, নাচলেন আইটেম গানে—দর্শক দেখল একেবারে নতুন এক ফারিণকে।

নিজের প্রথম কমার্শিয়াল সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ফারিণ বলেন, “অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এবার ‘ইনসাফ’-এ দর্শক এক ভিন্ন ফারিণকে দেখেছে। এটা নিয়ে শুরুতে কিছুটা দুশ্চিন্তা ছিল—কমার্শিয়াল সিনেমায় দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু দর্শকের দারুণ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এ প্রশংসা আমাকে ভবিষ্যতে রুপালি পর্দায় আরও নিয়মিত হতে অনুপ্রাণিত করছে।”

এ সময় ফারিণ কৃতজ্ঞতা জানান নির্মাতা সঞ্জয় সমদ্দার ও সহ-অভিনেতা শরিফুল রাজের প্রতি। অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘ইনসাফ’ এবারের ঈদে দর্শক চাহিদার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জানা গেছে, সিনেপ্লেক্সে সিনেমাটির ১৩ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে ঈদের ছুটি শেষে আগামী শুক্রবার থেকে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়া একটি রহস্যময় ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত