Homeবিনোদনসিনেপ্লেক্স থেকে ‘টগর’ নেমে যাওয়া প্রসঙ্গে যা বললেন আদর আজাদ

সিনেপ্লেক্স থেকে ‘টগর’ নেমে যাওয়া প্রসঙ্গে যা বললেন আদর আজাদ

[ad_1]

সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি টগর। ফলে দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের শিডিউলে জায়গা পায়নি সিনেমাটি। তবে আদর আজাদ জানিয়েছেন, তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন সিনেপ্লেক্সে টগরের প্রদর্শনী না রাখার।

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’। তবে সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। ফলে দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের শিডিউলে জায়গা পায়নি টগর। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে সিনেমাটি।

তবে টগর সিনেমার নায়ক আদর আজাদ জানিয়েছেন, তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন সিনেপ্লেক্সে টগরের প্রদর্শনী না রাখার।

নতুন সপ্তাহের হল লিস্ট শেয়ার করে ফেসবুকে আদর আজাদ লেখেন, ‘এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্যান্য পাঁচটি চলচ্চিত্রের কারণে টগর-এর শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।’

এই নায়ক আরও লেখেন, ‘দর্শকদের স্বার্থ বিবেচনায় আমরা এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে ছবি তুলে নিয়েছি। তবে আগামী সপ্তাহে টগর আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে—নতুন সময়সূচি, সঠিক পরিকল্পনা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে।’

টগর নির্মিত হয়েছে বন্দর এলাকার গল্পে। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব।

আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত