Homeজাতীয়রায়পুরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

রায়পুরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

[ad_1]

লক্ষ্মীপুরের রায়পুরে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ওই নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টার দিকে দক্ষিণ রায়পুর গনি মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এজাহার সূত্রে জানা যায়, পুরোনো জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার (১৩ জুন) রাত ১২টার দিকে দক্ষিণ রায়পুর গনি মেম্বার বাড়ি এলাকায় হাছিনার টিনশেড ঘরে হামলা চালানো হয়।

এসময় দেশীয় অস্ত্রসহ একদল লোক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘুমন্ত অবস্থায় হাছিনা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় হাছিনা আক্তার ও তার পালিত মেয়ে গুরুতর আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানি, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগও তোলা হয়েছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, “অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত