Homeখেলাধুলাপিসিবির অভ্যন্তরে বাড়ছে অসন্তোষ, দায়িত্ব ছাড়লেন ইউসুফ

পিসিবির অভ্যন্তরে বাড়ছে অসন্তোষ, দায়িত্ব ছাড়লেন ইউসুফ

[ad_1]

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি, তবে ইউসুফ নিজেই জানিয়েছেন, গত সপ্তাহে জমা দেওয়া তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড।

সাবেক এই ব্যাটার সংক্ষেপে জানান, ‘এটা ছিল একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এর বাইরে বলার কিছু নেই।’

এক যুগেরও বেশি সময় ধরে এনসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন ইউসুফ। তিনি পাকিস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন তিনি। তবে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যায়নি।

বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, পিসিবি যখন সাবেক পেসার আতিক জাভেদকে এনসিএ’র নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়, তখন থেকেই অসন্তুষ্ট ছিলেন ইউসুফ। কারণ, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সিনিয়রিটির ভিত্তিতে তিনি নিজেই পদোন্নতি প্রত্যাশা করেছিলেন।

আতিক জাভেদ বর্তমানে এনসিএ’র ডিরেক্টর ছাড়াও নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্প্রতি নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও পালন করেন। এর আগে এনসিএ’র ডিরেক্টর ছিলেন আরেক সাবেক টেস্ট স্পিনার নদীম খান।

সূত্রটি আরও জানিয়েছে, বোর্ডের অভ্যন্তরে বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রবীণ সদস্য এখন কিছুটা ক্ষোভে আছেন। তাদের অভিযোগ, তাদের অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, বরং কিছু ক্রিকেটারকে অনৈতিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে—যাদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়।

মোহাম্মদ ইউসুফের পদত্যাগ যেন পিসিবির ভেতরে থাকা এই দ্বন্দ্ব ও অসন্তোষের আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠল। অভিজ্ঞতা বনাম পছন্দের টানাপোড়েনে বোর্ডের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো যে আরও বেশি আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত