Homeদেশের গণমাধ্যমেযে ক্লাব সিনেমাপ্রেমীদের | প্রথম আলো

যে ক্লাব সিনেমাপ্রেমীদের | প্রথম আলো

[ad_1]

বিইউপি ফিল্ম ক্লাবের সহ-মডারেটর প্রভাষক নুসরাত জাহান বলেন, ‘সিনেমা কেবল বিনোদন নয়, এটি আমাদের শিক্ষা, সামাজিক বার্তা ও জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই সিনেমার জ্ঞানকে সহজভাবে বোঝা ও পরিপুষ্ট করার লক্ষ্যেই কাজ করে বিইউপি ফিল্ম ক্লাব। বছরজুড়ে সদস্যরা ছোটখাটো বিভিন্ন আয়োজনের মাধ্যমে ক্লাবকে মুখর করে রাখেন। এ ছাড়া এসব আয়োজনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের পদচারণ ক্লাবের সদস্যদের বিনোদন অঙ্গনে কাজ করার পথ সহজ করে দেয়।’

বিইউপি ফিল্ম ক্লাবের সবচেয়ে বড় আয়োজন ‘বিইউপি ফিল্ম ফেস্ট’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেমাপ্রেমী শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে ওঠে দুই দিন ধরে চলা এই আয়োজন। উৎসবের প্রতিযোগিতা অংশে থাকে স্বল্পদৈর্ঘ্য ছবি, চিত্রনাট্য লেখা, সিনেমাবিষয়ক কুইজ, পোস্টার ডিজাইন ও কসপ্লে। সিনেমা অনুরাগীরা স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করে উৎসবে হাজির হন; সঙ্গে থাকে ক্লাবের নিজস্ব পরিচালনার চলচ্চিত্র। এখন পর্যন্ত বিইউপি ফিল্ম ক্লাবের পরিচালনায় দুটি স্বল্পদৈর্ঘ্য নির্মিত হয়েছে—মুদ্রাকথন ও ভূ।

প্রতিবছর ফিল্ম ফেস্টকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নানা মানুষের পা পড়ে বিইউপি প্রাঙ্গণে। ইতিমধ্যেই যেমন এসেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, মেসবাউর রহমান সুমন, দীপঙ্কর দীপন, অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, সিয়াম আহমেদ, নাজিফা তুষিসহ অনেকেই।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত