Homeখেলাধুলানিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

[ad_1]

প্রায় দেড় বছরের নিষেধাজ্ঞার পর আবারও পেশাদার ফুটবলে ফেরার পথে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে ফ্রান্সে ফেরার আমন্ত্রণ জানিয়েছে লিগ ওয়ান ক্লাব এএস মোনাকো। ইতোমধ্যে তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাবটি।

বিশ্বকাপজয়ী এই তারকা সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর, জুভেন্টাসের হয়ে এমপোলির বিপক্ষে ২-০ গোলের জয়ে। তবে সেই ম্যাচের পর ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় পগবার ওপর প্রথমে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা কমিয়ে ১৮ মাস করা হয়।

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মোনাকোর সঙ্গে পগবার আলোচনা এখনো চলছে এবং এই সপ্তাহান্তেও তা অব্যাহত থাকবে। একই তথ্য নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও। দুই সপ্তাহ আগে ক্লাবের প্রাথমিক যোগাযোগের পর থেকে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে।

এবার যদি চুক্তিটি সম্পন্ন হয়, তবে এটাই হবে পগবার প্রথমবারের মতো নিজ দেশের কোনো ক্লাবের হয়ে খেলা। এর আগে চলতি বছরের মার্চে তাকে মার্সেইয়ের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও বেতনের দাবি বেশি হওয়ায় সেখান থেকে সরে দাঁড়ায় ক্লাবটি।

মাঠে ফেরাটা পগবার জন্য শুধু পুনর্জন্মই নয়, বরং নিজ দেশে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা। বিতর্ক আর প্রতিভার সমন্বয়ে গড়া এই তারকার ফিরে আসা নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে আগ্রহের কেন্দ্রে থাকবে। এখন দেখার বিষয়, মোনাকোর জার্সিতেই কী ফের শুরু হবে পগবার নতুন গল্প!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত