Homeপ্রবাসের খবরমানবপাচার তদন্তে ব্যবসায়ীকে গ্রেপ্তারে মালয়েশিয়াকে বাংলাদেশের অনুরোধ 

মানবপাচার তদন্তে ব্যবসায়ীকে গ্রেপ্তারে মালয়েশিয়াকে বাংলাদেশের অনুরোধ 

[ad_1]

মালয়েশিয়ায় বসবাসকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে প্রত্যর্পণের জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের পুলিশ সংস্থা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

২৪ অক্টোবর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন- আমিনুল ইসলাম ও রুহুল আমিন। ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও তাদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চিঠিটির একটি অনুলিপি যাচাই করেছে ব্লুমবার্গ। তবে অভিযুক্তদের আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি আদান-প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আমিনুল ইসলাম এক দশক আগে মালয়েশিয়ার নাগরিকত্ব পান। তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, আমিনুলের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।

আরেক অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও খুব একটা সফল হয়নি ব্লুমবার্গ। রুহুল আমিনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ক্যাথারিস ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি মেইলে জানিয়েছেন, আমিনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আর তাদের প্রতিষ্ঠান সবসময় আইন মেনে কার্যক্রম পরিচালনা করে আসছে।

মালয়েশিয়ার পুলিশ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি ব্লুমবার্গ। আর মানব সম্পদ মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত