[ad_1]
৩৫ রানে আফগানিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। বিপর্যয় সামলে ‘স্বাগতিকেরা’ শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য দিতে পেরেছে হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবীর সৌজন্যে। ষষ্ঠ উইকেটে শহীদি ও নবী ১০৪ রানের জুটিতে লেখেন ঘুরে দাঁড়ানোর গল্প। ফিফটি করেন দুজনই।
শুরুতে টিকে থাকার চেষ্টাটাই বেশি করতে হয়েছে বলে ৪১তম ওভারে মোস্তাফিজের চতুর্থ শিকার শহীদির ৫২ রানের ইনিংস খেলতে লেগেছে ৯২ বল। কিন্তু তাসকিনের বলে তানজিদের ক্যাচ হওয়ার আগে নবীর ৮৪ আসে ৭৯ বলে, যাতে চার বাউন্ডারির সঙ্গে ছিল তিনটি বিশাল ছক্কাও।
গত মাসে এই শারজাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান। আত্মবিশ্বাসের তাই কমতি ছিল না তাদের। আজ টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক শহীদি। উদ্দেশ্য ছিল শারজার ছোট মাঠের ব্যাটিং কন্ডিশনে বড় লক্ষ্য ছুড়ে দিয়ে বাংলাদেশের জন্য কাজ কঠিন করে তোলা। শেষ পর্যন্ত খুব বড় লক্ষ্য না দিয়েও জয়ের লক্ষ্যটা পূরণ হয়েছে তাদের।
আফগানদের পরিকল্পনা শুরুতে হোঁচট খেয়েছিল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কারণে। প্রথম ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি, পরে আরও ১টি। ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। ওয়ানডেতে এক ম্যাচে বাংলাদেশের দুই পেসারের ৪ উইকেট করে পাওয়া এই প্রথম।
[ad_2]
Source link