[ad_1]
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো জানায়, পরদিন বৃহস্পতিবার যোগ দিয়েই নাজমা মোবারেক আগের মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা নিতে যান। ২ নভেম্বর থেকে তিনি মূলত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব হিসেবে নিয়মিত অফিস শুরু করেন।
এর তিন দিনের মাথায় গতকাল বুধবার তিনি নিজেই একে একে ফোন করেন আইডিআরএর চার সদস্যকে। ফোনে তিনি সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে তাঁদের পদত্যাগ করতে বলেন। এমন কথাও বলেন, ‘যত দ্রুত সম্ভব।’ সেই ফোনের এক দিনের মাথায় আজ আইডিআরএ চেয়ারম্যানের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
যোগাযোগ করলে সচিব নাজমা মোবারেক প্রথম আলোকে বলেন, আইডিআরএর চার সদস্যকে পদত্যাগ করতে গতকাল পরামর্শ দেওয়া হয়েছিল। আজ তাঁদের পদত্যাগ করার কথা।
আইডিআরএ হচ্ছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা; এই সংস্থার বর্তমান চেয়ারম্যান সাবেক সচিব এম আসলাম আলম। আসলাম আলমকে সংস্থাটির চেয়ারম্যান পদে সরকার নিয়োগ দিয়েছে দুই মাস আগে, অর্থাৎ গত ৯ সেপ্টেম্বর। যোগ দেওয়ার পর থেকে তিনি প্রায় দেড় মাস অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।
[ad_2]
Source link