[ad_1]
রিকশাটা নুরুর নিজের। স্বাধীনভাবে রিকশা চালান। যেদিন পরিশ্রম বেশি করেন, সেদিন আয় ভালো হয়। রিকশা চালিয়েই চার হাজার টাকা ঘরভাড়াসহ অন্যান্য খরচ চালান। জিনিসপত্রের দাম অনেক বেশি হওয়ায় সপ্তাহে হয়তো এক দিন বড় মাছ বা মাংস খান। তবে নুরু জানালেন, তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট। যা কামাই করেন, সংসারের পেছনে খরচ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার। জীবন বাজি রেখে নাফিজকে রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার জন্য নুরু অবশ্য সরকারের কাছে কিছু চান না।
তবে নুরুর একটা ভিন্ন আরজি আছে। স্বাধীনতাযুদ্ধের পর নুরুর বাবা ঢাকায় চলে আসেন। দিনাজপুরের পীরগঞ্জের কুমারপুরে তাঁর বাবার ১২০ বিঘা জমি ছিল, তা বেহাত হয়ে যায়। সেই জমি আজও উদ্ধার করতে পারেননি। ওই জমি ফেরত পেলে নুরুদের কষ্ট আর থাকবে না। তাই সরকারের কাছে ‘বেহাত হয়ে যাওয়া’ ওই জমি উদ্ধার করে দেওয়ার আরজি তাঁর।
নুরু বলেন, ‘সরকার চাইলে বেহাত হয়ে যাওয়া জমিটা উদ্ধার করে দিতে পারে।’
[ad_2]
Source link