Homeদেশের গণমাধ্যমেসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৪

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ নভেম্বর ২০২৪

[ad_1]

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ট্রাম্পের জয়ে বিশ্বে কী প্রভাব পড়বে?

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন হতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং অনিশ্চয়তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি তিনি ইতোমধ্যেই দিয়েছেন। নির্বাচনী প্রচারাভিযানের সময় নীতি বিষয়ক বহু প্রতিশ্রুতিও দিতে দেখা গেছে এই রিপাবলিকান প্রার্থীকে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প নির্বাচিত হওয়ায় যে যে সমস্যায় পড়তে পারে ভারত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক ভালো। ট্রাম্প বহুবার নরেন্দ্র মোদীকে তার ভালো বন্ধু বলে বর্ণনা করেছেন। এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ করতেও শোনা গেছে। তবে ভারতের নীতিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি।

ট্রাম্পের জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন কারাবন্দি ইমরান খান

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এ তথ্য নিশ্চিত করেছেন পিটিআই নেতা আলী মোহাম্মাদ খান।

নির্বাচনে কেন হারলেন কমলা হ্যারিস?

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ৫ নভেম্বরের এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বুধবার বিকেলে হ্যারিস আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেন এবং সমর্থকদের হতাশ না হতে অনুরোধ জানান। তবে, প্রাণান্ত চেষ্টার পরও তিনি কেন হারলেন – তা নিয়ে দলটির ভেতরেই শুরু হয়েছে বিতর্ক।

রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। এখনও অনেক আসনের ভোট গণনা চলমান থাকলেও এটা স্পষ্ট যে ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় যেমন নিশ্চিত হয়েছে একই ভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে আছেন রিপাবলিকানরা।

প্রেসিডেন্ট হয়ে প্রথমেই যে সাতটি কাজ করবেন ট্রাম্প

ভোটের প্রচারণায় তিনি অভিবাসন, অর্থনীতি এবং ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসে তার রাজনৈতিক এজেন্ডাগুলোর পক্ষে যথেষ্ট সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রেসিডেন্সির পাশাপাশি তার দল রিপাবলিকান পার্টি ফের সিনেটেরও নিয়ন্ত্রণ নিয়েছে।

গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল, অব্যাহত ইসরায়েলি হামলা

শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব প্রক্রিয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে অবরুদ্ধ এলাকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

৩৭০ ধারা ফেরানোর প্রস্তাবে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধস্তাধস্তি

জম্মু ও কাশ্মীরকে আবার ৩৭০ ধারার অধীনে নেওয়ার প্রস্তাবকে ঘিরে বিধানসভায় ধ্বস্তাধস্তি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশনেই বিধায়কদের মধ্যে সংঘর্ষ হলো। সেটাও হলো ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনা নিয়ে। এই ৩৭০ অনুচ্ছেদের জন্যই কাশ্মীর কিছু বিশেষ অধিকার ভোগ করতো।

বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতার নিউমার্কেট, দ্রুতই সব ঠিক হওয়ার আশা

চিকিৎসা ভিসা ছাড়া অন্যান্য ভিসায় বন্ধ রয়েছে ভারত ভ্রমণ। কার্যক্রম সীমিত করার আগে যারা ভিসা নিয়ে ছিলেন, শুধু তারাই এখন ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। আর এর চরম প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসাখাতে। বাংলাদেশি পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

বিজয়ী বাংলাদেশিরা হলেন- নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল বি খান (রিপাবলিকান), নিউজার্সি প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরান নবী, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট প্রার্থী শেখ এম. রহমান ও একই স্টেটের অন্য একটি ডিস্ট্রিক্টের সিনেটর নাবিলা ইসলাম।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত