Homeদেশের গণমাধ্যমেরংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তবু ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার

রংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তবু ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার

[ad_1]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১০৮তম সিন্ডিকেটে ‘লেজুড়বৃত্তিক’ ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার পরও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির পোস্টার লাগিয়েছেন দলটির কর্মীরা। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে এসব পোস্টার সাঁটানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী গোলাম রহমান শাওন বলেন, ‘অপরাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ও গণস্বাক্ষরের ভিত্তিতে সিন্ডিকেট মিটিংয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রসংসদ দ্রুত চালু করার প্রক্রিয়াও চলমান। এর মধ্যে একটি মহল ফের ছাত্ররাজনীতি চালুর চেষ্টা করছে। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও যারা ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার লাগিয়েছে, তারা অপরাধ করেছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ‘এটা ছাত্রদলের পোস্টার না। বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার। আমাদের সংগঠনের ১৪টা উইং আছে। এর মধ্যে ছাত্রদল, যুবদলসহ সবাই এই কর্মসূচি পালন করবে। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসায় পোস্টার লাগানো হচ্ছে। এটা কেন্দ্র থেকে দেওয়া। তাই এতে লেজুড়বৃত্তিক রাজনীতি দেখছি না।’ এ বিষয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিক কথা বলেছি; কিন্তু তারা কোনও সিদ্ধান্ত জানায়নি।’

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘প্রক্টর বিষয়টা দেখছেন। তবে বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত