Homeবিনোদন২৫ সালে কী নিয়ে আসছেন ধানুশ

২৫ সালে কী নিয়ে আসছেন ধানুশ

[ad_1]

তামিল অভিনেতা ও নির্মাতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ইডলি কাদাই’। এর গল্প ও নির্মাণের দায়িত্বে আছেন তিনি নিযেই। ২০২৫ সালের ১০ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয় হবে এটি। সম্প্রতি সামাজিক যোযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একাউন্ট থেকে এমনটাই জানান এই সুপারস্টার। খবর: মিন্ট

ধানুশের পরিচালনায় ‘ইডলি কাদাই’ হচ্ছে তৃতীয় সিনেমা। তার বিপরীতে এতে অভিনয় করেছেন অভিনেত্রী নিথ্যা মেনন।

ইনস্টাগ্রামে এই সিনেমার একটি পোস্টার শেয়ার করে ধানুশ ক্যাপশনে লিখেছেন, ‘‘ইডলি কাদাই’ আসছে ২০২৫ সালে। তামিল নববর্ষে।’’ ছবিতে দেখা যায় গোল পাতার একটি মাটির ঘর। ঘরের সামনে দরজার উপর তামিল ভাষার সাইনবোর্ড। ধানুশ ঘরের দিকে হেটে যাচ্ছেন। এরপরই ধানুশ ভক্তরা তার পছন্দের নায়কেকে শুভকামনা জানাতে থাকেন। এরপর মন্তব্য বক্সে অনেক ভক্তই তাদের অপেক্ষার কথা জানান। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

ধানুশ অভিনীত সবশেষ সিনেমা ‘রায়ান’। বক্স অফিসে ১৬০ কোটি রুপি আয় করে এটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত