[ad_1]
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনও দলের লেজুড়ভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব শক্তিতে ক্ষমতায় যেতে চায়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে দৈনিক বাংলা রোডে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
‘বৈষম্যবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান রাখার’ বিষয়টি উল্লেখ করে পীর চরমোনাই বলেন, ‘ক্ষমতায় আসুক না আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সব অঙ্গ সংগঠন দেশের যেকোনও সংকট -সমস্যায় সবার আগে রাজপথে থাকবে।’
তিনি বলেন, ‘যারা বিগত ১৭ বছর দেশের মানুষের ওপর জুলুম করেছে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদেশে কোনও নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান।
সমাবেশে সভাপতিত্বে করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম।
[ad_2]
Source link