Homeদেশের গণমাধ্যমেরোবটের তৈরি প্রথম শিল্পকর্মের দাম ১২ কোটি টাকার বেশি

রোবটের তৈরি প্রথম শিল্পকর্মের দাম ১২ কোটি টাকার বেশি

[ad_1]

বৃহস্পতিবার নিউইয়র্কে এআই গড নিলামে তোলে বিখ্যাত নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথবি’স। ২৭ প্রতিষ্ঠান ও ব্যক্তি নিলামে অংশ নেয়। প্রাথমিকভাবে প্রতিকৃতিটি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সব প্রত্যাশা ছাড়িয়ে তা বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি ১ লাখ ১৮ হাজার ৬০০ টাকায়।

মানবসদৃশ রোবট আই-দা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির রোবটগুলোর একটি। অতিবাস্তব প্রকৃতির এই ‘রোবট শিল্পীর’ জন্ম দুই বছর আগে। একদল প্রোগ্রামার, রোবোটিস্ট, শিল্পবিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী আই-দা-কে তৈরি করেন। এআই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আই-দাকেও শক্তিশালী করা হয়েছে।

রোবটের তৈরি শিল্পকর্ম এত বেশি দামে বিক্রি হওয়ায় শিল্পসমালোচকদের মধ্যে তোলপাড় চলছে। এক বিবৃতিতে সোথবি’স জানিয়েছে, একটি মানবসদৃশ রোবট শিল্পীর তৈরি শিল্পকর্ম রেকর্ড দামে বিক্রি হওয়াটি আধুনিক ও সমসাময়িক শিল্পকলার ইতিহাসের জন্য বিশেষ ঘটনা। এআই প্রযুক্তি ও আন্তর্জাতিক শিল্পকলার বাজার কীভাবে নতুন গতিপথ তৈরি করছে, এ ঘটনা সেটার ইঙ্গিত দেয়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত