Homeপ্রবাসের খবরনির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান বাইডেনের

নির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান বাইডেনের

[ad_1]

নীরবতা ভেঙে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণে দেশবাসীকে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সেঙ্গ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

গত মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফল প্রকাশ। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল কলেজ। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।

 

ট্রাম্পের কাছে পরাজয়ের পর বুধবার (৬ নভ্ম্বের) বিকেলে প্রথমবার জনসম্মুখে বক্তব্য দেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নির্বাচনের ফল মেনে নেন এবং কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

 

কিন্তু নীরব ছিলেন বাইডেন। অবশেষে নির্বাচনের দুদিন পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন বিদায়ী প্রেসিডেন্ট। বলেন, ‘আমি জানি, এটা কঠিন একটা সময়। আপনারা ব্যাথিত। আমি আপনাদের মনের কথা শুনতে পাচ্ছি।’

 

তিনি আরও বলেন, ‘এই পরাজয়ের মানে এই নয় যে আমরা পরাজিত। আমরা এই যুদ্ধে হেরেছি। তবে আমরা ফিরে আসতে পারি।’ 

 

গত মঙ্গলবার ভোটগ্রহণ শেষে যখন ভোট গণনা ও ফল প্রকাশ হচ্ছিল, তখন হোয়াইট হাউসেই ছিলেন বাইডেন। সরকারি বাসভবনে ফার্স্টলেডি জিল বাইডেন, ঘনিষ্ঠ সহযোগী ও স্টাফদের নিয়ে নিয়মিত ভোটের হালনাগাদ তথ্য সংগ্রহ করছিলেন তিনি।

 

বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে তার দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভাগ্য এখনও অজানা। তবে সেখানেও রিপাবলিকানরাই এগিয়ে।

 

প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান বাইডেন। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও সাক্ষাতের তারিখ এখনও জানানো হয়নি।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত