Homeজাতীয়৫ আগস্টের পূর্বের শাসনব্যবস্থা চলতে দেওয়া হবে না: উপদেষ্টা শারমীন

৫ আগস্টের পূর্বের শাসনব্যবস্থা চলতে দেওয়া হবে না: উপদেষ্টা শারমীন

[ad_1]

logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২৩: ০৪

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘৫ আগস্টের পূর্বের প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসনব্যবস্থাকে সাজাতে ছোট সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দিয়েছে তরুণসমাজ।’

জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় ইউনেসকো অনুমোদিত ‘ইমপ্লেমেন্টিং কমিউনিটি বেইজড হেরিটেজ ফেস্টিভ্যাল ইন এইট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শারমীন এস মুরশিদ।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকায় ইউনেসকোর প্রধান কর্মকর্তা সুজান ভাইজ। অনুষ্ঠানে ‘আনন্দ বৈভব: উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদানকে বেসরকারি সংস্থার ৮০ জন শিল্পী পরিবেশন করেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এ দেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরতে চাই।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত