Homeপ্রবাসের খবরকত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল – প্রবাস খবর

কত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল – প্রবাস খবর

[ad_1]

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টি এত ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সঙ্গে এ দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি। জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রের নেমেছেন তারা সাবধান হয়ে যান। জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবেনা। করতে দেয়া হবে না।

শুক্রবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে আয়োজিত জেলা ও মহানগর কমিটির আয়োজনে যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সাবেক মেয়র বলেন, জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস নয় বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশিদিন টিকতে পারবেন না।

মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যে কোনো মুল্যে তারা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ জাতীয় পার্টির উপর আস্থা এনেছে। আর এ কারনেই ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভিপি নূরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল। যার নিজস্ব কোনো শক্তি নেই। ওই দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ কেউ আঘাত করে পার পাবে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ প্রমুখ।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত