Homeজাতীয়এত নিরাপত্তাহীনতা নিয়ে কি শিল্প-সংস্কৃতি চর্চা করা যায়!

এত নিরাপত্তাহীনতা নিয়ে কি শিল্প-সংস্কৃতি চর্চা করা যায়!

[ad_1]

শিল্পকলা একাডেমিতে সম্প্রতি কতিপয় ব্যক্তির বিক্ষোভের জেরে দেশনাটকের ‘নিত্যপুরাণ’ নাটকটি বন্ধের প্রতিবাদে সরব নাট্যাঙ্গন। তারই ধারাবাহিকতায় শুক্রবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়, যাতে হামলা করেছে দুস্কৃতিকারীরা।

শিল্পকলা একাডেমির মূল ফটকে আয়োজিত সমাবেশটির শেষভাগে ওই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল ৫টার দিকে সমাবেশ- এর শেষপর্যায়ে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় অতর্কিতে একদল ব্যক্তি ডিম ছুঁড়ে মারেন। শিল্পকলা একাডেমির বিপরীতে দুর্নীতি দমন কমিশন ভবনের দিক থেকে এ হামলা হয়। এ সময় নাট্যকর্মীরা প্রতিরোধে চেয়ার ছেড়ে ছুটে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।

সমাবেশে ডিম ছুঁড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন, সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।

সমাবেশে এমন হামলার প্রেক্ষিতে নতুন কর্মসূচী দিয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশান। এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সমাবেশে এমন হামলার প্রেক্ষিতে নাট্যজন মামুনুর রশিদ বলেন, আমরা নাটক বন্ধ করে দিব। এত নিরাপত্তাহীনতা নিয়ে কি শিল্প-সংস্কৃতি চর্চা করা যায়?

কিছুটা থমকে তিনি আবার বলেন, অনেক দুঃখ, বেদনা, ক্ষোভ থেকে এ কথা বলছি। এখন নাকি প্রতিবাদ উন্মুক্ত করে দিয়েছে। আমরা তো প্রতিবাদ করতে গিয়েছিলাম। এই কী তবে মুক্ত পরিবেশ?

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত