[ad_1]
শফিকুল ইসলামের অভিযোগ, পারভীন ও তাঁর স্বজনেরা তাঁদের মাইক্রোবাস থামানোর পর গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনিসহ তিনজন আহত হয়েছেন। তিনি স্বীকার করেন, দেনমোহরের টাকা পরিশোধ করা হয়নি। পরে দেওয়ার কথা ছিল। এর মধ্যেই এই হামলা করা হয়।
তবে পারভীন খাতুন মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, শফিকুলের সঙ্গে প্রায় আড়াই বছর তিনি ঘর-সংসার করেন। এরপর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। বিবাহবিচ্ছেদের প্রায় তিন মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু দেনমোহরের টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। দেনমোহরের টাকা শোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই পথরোধ করে দেনমোহরের টাকা দাবি করা হয়। এ সময় কথা–কাটাকাটি হলেও কোনো মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।
[ad_2]
Source link