Homeবিনোদনওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় আরিফিন শুভ

[ad_1]

গত জুলাই থেকে আড়ালে চিত্রনায়ক আরিফিন শুভ। ছাত্র আন্দোলনে নিরব থাকায় তাঁকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, সে সময় হঠাৎ করেই জানান দেন বিবাহবিচ্ছেদের কথা। এরপর আবারও অন্তরালে অভিনেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাঁর সরকারি প্লট বাতিল নিয়ে আলোচনা তৈরি হলেও শুভ ছিলেন নিশ্চুপ। অবশেষে খোঁজ পাওয়া গেল তাঁর। সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে কলকাতায় গেছেন আরিফিন শুভ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত সপ্তাহে শুরু হয়েছে সিরিজটির শুটিং। শুটিংয়ে যোগ দিতে গত শুক্রবার কলকাতায় গেছেন শুভ। জ্যাজ সিটি সিরিজটি তৈরি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তবে বাংলাদেশে এর কোনো অংশের শুটিং হবে না।

গত জুনেই জানা গিয়েছিল শুভর এই সিরিজের খবর। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে। যেহেতু মুক্তিযুদ্ধের সময়ের গল্প, তাই সত্তরের দশকের আদলে সেট বানিয়েই চলছে শুটিং।

জ্যাজ সিটির নির্মাতা সৌমিক সেন যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা। জুবিলির মতো নতুন এ সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট।

জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’। সত্তরের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল উনিশে এপ্রিল। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ। গত জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমাটি।

উনিশে এপ্রিল আলোর মুখ দেখলেও আটকে আছে লহু। উল্লেখ্য গত বছর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। ‘লহু’ ছিল সেই প্রজেক্টের একটি সিরিজ। বিভিন্ন সমস্যার কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। পরে বাংলাদেশে কিছু অংশের কাজ হয়। এতে শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত