[ad_1]
প্রেস ব্রিফিংয়ে রফিকুল ইসলাম বলেন, সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগ থেকে ২০টি দল জিয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে। রাজশাহী, ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও সিলেট প্রতিটি সাংগঠনিক বিভাগেই লাল ও সবুজ নামে দুটি করে দল হবে। প্রতিটি বিভাগের দুটি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। ১০ ম্যাচের ১০ জয়ী দলের সঙ্গে মূল পর্বে যোগ হবে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। বিভাগীয় পর্যায়ের খেলাগুলো বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে হলেও ১৬ জানুয়ারি শুরু মূল পর্ব হবে ঢাকায়।
রফিকুল ইসলাম আরও বলেন, ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস।
সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
[ad_2]
Source link