Homeদেশের গণমাধ্যমেপাহাড়ের পাদদেশে মিললো পুলিশের লুট হওয়া ৬৭ তাজা কার্তুজ

পাহাড়ের পাদদেশে মিললো পুলিশের লুট হওয়া ৬৭ তাজা কার্তুজ

[ad_1]

কক্সবাজারের ঈদগাঁওতে পরিত্যক্ত অবস্থায় ৬৭ রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় পাহাড়ের কিনারা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

সিসা ও রাবার বুলেট সমৃদ্ধ কার্তুজগুলোর গায়ে বিপি (বাংলাদেশ পুলিশ) লেখা থাকায় এগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া গোলা-বারুদ হতে পারে বলে উল্লেখ করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান।

ওসি জানান, পাহাড়ের পাদদেশে কিছু গোলাবারুদ দেখার পর কাঠুরিয়ারা স্থানীয় মেম্বারকে জানান। বিষয়টি ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হাকিম পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ টিম। একটি পোটলায় পুলিশ ৫১টি সিসা এবং ১৬টি রাবার বুলেটসহ তাজা কার্তুজ উদ্ধার করে। অভিযানে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ঈদগড় সড়কে সংঘটিত ছিনতাই ও ডাকাতি কাজে এসব গোলা-বারুদ ব্যবহৃত হয়ে থাকতে পারে।

মেম্বার আব্দুল হাকিম বলেন, পুলিশ প্রশাসন চাইলে অপরাধীদের ধরতে সার্বিক সহযোগিতা করা হবে।

ওসি বলেন, সহযোগিতা পেলে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা পেলে কার্তুজ উদ্ধার বিষয়ে মামলা দায়ের করা হবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত