[ad_1]
সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি নির্মিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। সুপার স্টার সালমান খান, অজয় দেবগান, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে। এবার এই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে শুটিং সেটের দুজনের গোপন কথা ফাঁস করে দিলেন অজয় দেবগান ও নির্মাতা রোহিত শেঠি। আর সেই দুজন হলেন রণবীর সিং ও কারিনা কাপুর!
সেটে নাকি দারুণ মজা করতেন সবাই। কিন্তু অজয় দেবগান বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকে যেত। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওঁর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু শেখার মতো ওঁর কাছ থেকে। আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’
অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’
একসঙ্গে এতজন তারকা, সেটে কোনো গোল বাঁধেনি, ভারতীয় গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে-“ওহ আমি তো স্টার! ”
রোহিত শেঠির ফ্রেমে এত তারকা যে, একজন বলে আমাকে দেখ, তো আরেকজন বলে আমাকে! তবে সবাই অনেক মজা করেই কাজ করেছেন বলে জানিয়েছেন দুজনই।
[ad_2]
Source link