Homeবিনোদনপরিবার সবার আগে: মিম | কালবেলা

পরিবার সবার আগে: মিম | কালবেলা

[ad_1]

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। নিজের প্রথম সিনেমা দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন এসেছেন দর্শকদের হৃদয় জয় করতে, যা এরই মধ্যে করে ফেলেছেন তিনি। যার ফলে বর্তমানে তার কাজের ব্যস্ততাও অন্য অভিনেত্রীদের থেকে বেশি। যেই ব্যস্ততা থাকছে আজ

বিশেষ দিনেও।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। সেই সুবাদে আজ তার জন্মদিন। আজকের দিনেও রয়েছে তার কাজের ব্যস্ততা। অথেনটিক কসমেটিকসের নির্ভরযোগ্য রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’-এর একটি প্রমোশনে অংশগ্রহণ করবেন তিনি।

দিনটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এ দিনটি ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও ভক্তরা তো রয়েছেই। তো দেখা যায় যে, নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহূর্তগুলো হয়ে উঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি, যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছে, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, তিনি যেন আমার বাবা-মাকে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা।’

মিম অভিনীত সর্বশেষ ব্যবসা সফল সিনেমা ছিল ‘পরাণ’। এ ছাড়া তার ‘দিগন্তে ফুলের আগুন’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত