Homeদেশের গণমাধ্যমেজুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’ স্থগিত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’ স্থগিত

[ad_1]

জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে ঢাকার শাহবাগে বিকাল ৩টায় ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজন করে ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’। পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশটি ৩টায় হওয়ার কথা থাকলেও সমাবেশ স্থলে একটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম থাকায় পরবর্তীতে এ সমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সমাবেশ স্থগিতের ঘোষণা দেন ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’ আয়োজককারীরা।

এ সময় আয়োজনকারীরা বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবিতে ঢাকার শাহবাগে বিকাল ৩টায় ‘নিরাপদ বাংলাদেশ চাই’ আয়োজন করে ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’। কিন্তু নির্ধারিত সময়ে পূর্বঘোষিত সমাবেশ স্থলে একটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম থাকায় ‘নিরাপদ বাংলাদেশ চাই’ পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়। উদ্ভুত প্রেক্ষাপটে আমরা ঘোষিতব্য দাবিগুলো লিখিতভাবে পেশ করেন তারা। দাবিগুলো হলো-
১. জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার দলীয় বাহিনী কর্তৃক সংগঠিত বর্বর গণহত্যার বিচার অতিসত্বর শুরু করতে হবে।
২. গণহত্যায় সরাসরি জড়িত, আদেশদাতা, সহযোগী ও সমর্থকদের চিহ্নিত করে বিচার কার্যকরের সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে।
৩. মাফিয়া ও স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফেরত এনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে ফাঁসি কার্যকর করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জুলাই বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার অতিসত্বর কার্যকর নিশ্চিতকরণে সুস্পষ্ট রূপরেখা ঘোষণার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাদের গণহত্যার বিচার কার্যকরের দাবিতে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানাচ্ছি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত