Homeজাতীয়বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রকাশ্যে আসার অধিকার নেই: হাসনাত

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রকাশ্যে আসার অধিকার নেই: হাসনাত

[ad_1]

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের প্রকাশ্যে আসার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হিন্দুস্তান বসে হুংকার দেবেন আর গুলিস্তানে সংঘর্ষ করবেন। সেই সুযোগ ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের দেবে না।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ প্রাসঙ্গিক কী না; সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ৫ আগস্ট। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যত দিন পর্যন্ত না বিচার নিশ্চিত হয়, যত দিন পর্যন্ত ছাত্রজনতার সিদ্ধান্ত না হয়, তত দিন পর্যন্ত তাঁদের প্রকাশ্যে আসার কোনো ধরনের অধিকার নেই।’

এই ছাত্র নেতা বলেন, ‘আপনারা জানেন আওয়ামী লীগ নাৎসি বাহিনীর থেকেও বেশি নৃশংস। আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে লগি বইঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যা থেকে বিচার করতে হবে। আলেম সমাজের ওপর আওয়ামী লীগের নৃশংসতা দেখেছি। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের ওপর বিগত ১৬ বছর গুম, হত্যা, নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁদের বিচার করতেই হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত