Homeদেশের গণমাধ্যমেমিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু

মিছিলে স্লোগান দেওয়ার সময় যুবদল নেতার মৃত্যু

[ad_1]

নুর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে স্লোগান দিতে গিয়ে মফিজ উদ্দিন (৫৬) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় যুবদলের বিক্ষোভ মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মৃত মফিজ উদ্দিন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এবং মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ নুর হোসেন দিবস পালন উপলক্ষে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে স্থানীয় ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার বলেন, বিএনপি ও যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যুবদল নেতা মফিজ উদ্দিন হার্ট অ্যাটাক জনিত কারণে মারা গেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

যুবদল নেতা মফিজ উদ্দিনের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন গভীর শোক প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত