Homeদেশের গণমাধ্যমেআমরা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ব : আমিনুল হক 

আমরা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ব : আমিনুল হক 

[ad_1]

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা একটা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রত্যাশা, ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া। আমাদের প্রত্যাশা, আমরা খেলাধুলার মাধ্যমে দেশের প্রত্যেকটি অঞ্চলের জেলা-উপজেলা থেকে ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারব। আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে, এই খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

রোববার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক জানান, বগুড়া থেকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এই উদ্বোধন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি বিভাগে খেলা সম্পন্ন হওয়ার পর ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সফলতায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরাচারমুক্ত এই বাংলাদেশে জনগণ আজ তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল, টুর্নামেন্টের উপদেষ্টা মাহবুব আলম শামীম, মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, উপদেষ্টা মোশাররফ হোসেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী খেলায় রাজশাহী বিভাগ (রিমঝিম) ও রাজশাহী বিভাগ (রেডঝিম) দুটি দল অংশগ্রহণ করে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত