Homeদেশের গণমাধ্যমেগাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত

[ad_1]

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবারের (১০) ওই হামলায় নিহতদের ২৪ জনই উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরের একটি আবাসিক ভবনের বাসিন্দা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা ও একটি মানবাধিকার গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজায় ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) জানিয়েছে, ওইদিন ভোরে জাবালিয়ায় ইসরায়েলি হামলায় তিনতলা ভবনটি ধ্বংস হয়ে যায়। এতে করে অন্তত ২৪ জন নিহত হন। এক বিবৃতিতে পিসিএইচআর জানিয়েছে, হামলায় আশেপাশের বাড়ির আরও ত্রিশ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে, জাবালিয়ার কাছে একটি হাসপাতালের বাইরে প্রায় এক ডজন লাশ কম্বলে মোড়ানো এবং মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করতে পারেনি। সেগুলো আবাসিক ভবনে হামলায় নিহত ব্যক্তিদের দেহ বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। সেখানে অন্তত ৩০ মানুষ বসবাস করতেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়ায় একটি স্থানে হামলা করেছে যেখানে ‘সন্ত্রাসীরা কর্মকাণ্ড পরিচালনা করছিল।’

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসীরা এই এলাকায় কাজ করা ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছে।’

২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েল হামাসের হামলার সূত্র ধরে গাজায় ইসরায়েলি অভিযানের সূত্রপাত হয়। ওইদিন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় আরও প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৩ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত