Homeজাতীয়আজ বাংলাদেশ - আফগান ফাইনাল!

আজ বাংলাদেশ – আফগান ফাইনাল!

[ad_1]

টানা পরাজয়ের ধারাবাহিকতা থেকে বেরিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের সিরিজেও হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারে লাল-সবুজের দল।অবশেষে দ্বিতীয় ম্যাচ দিয়ে সেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

জয় দিয়ে সিরিজে সমতা ফেরায় এবার টাইগারদের লক্ষ্য সিরিজ জিতে নেয়া। সতীর্থরা যেন এমন পারফর্ম্যান্সই ধরে রাখেন তেমনটাই প্রত্যাশা অধিনায়ক শান্তর।

এদিকে দ্বিতীয় ম্যাচে শান্ত ৭৬ রানের ইনিংস খেললেও আজ অলিখিত ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ম্যাচে তিনি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। টাইগারদের অধিনায়ক দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন। 

এছাড়া আজ তৃতীয় ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। দ্বিতীয় ম্যাচে স্পিনার রিশাদ হোসেনের বদলে খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন নাসুম আহমেদ। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। এছাড়া মুশফিকুর রহিমের বদলে খেলতে নামা জাকের আলিও দুর্দান্ত খেলেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত